ক্রমিক নং |
সেবা সমুহ/সেবার নাম |
দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তার নাম |
সেবা গ্রহনের পদ্ধতি |
সেবা প্রাপ্তির প্রয়োজনীয় সময় |
সেবা প্রাপ্তির প্রয়োজনীয় ফি/ ট্যাক্সক/আনুসংগিক খরচ |
সংশিস্নষ্ট আইন কানুন বিধি বিধান মালা |
নির্দিষ্ট সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারের বিধান |
|
০১ । |
মহিলাদের আত্ম- কর্মসংস্থানের লক্ষে ক্ষুদ্র কার্যক্রম |
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা |
সদর কার্যালয় হতে বরাদ্দ প্রাপ্তির পর নেটিশ প্রদান ও আগ্রহী ঋণ গ্রহীতা কমিটির মাধ্যমে যাচাই বাছাই এর পর ঋণ প্রদান । ঋণ আদায়ের মূলধন বৃদ্ধির প্রেক্ষিতে ঋণ প্রদান করা যায় । |
আবেদন প্রাপ্তির পর কম পক্ষে ১৫ দিন । |
৫% সার্ভিস চার্জযোগে ঋণ আদায় |
সংশিস্নষ্ট নীতি মালা মোতাবেক |
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার বরাবরে অভিযোগ করা যাবে। |
|
০২ । |
স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন নিবন্ধনে সহযোগীতা ও সরকারী সুযোগ সুবিধা প্রদান |
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা |
নিদৃষ্ট ’ক’ ফরমে নিন্মতম ৩৫ জন সদস্য হলে আবেদন করতে পারবে নীতি মালার আলোকে উপজেলা নির্বাহি কর্মকর্তার সুপারিশ নিয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার নিকট কাগজ পত্র দাখিল করবে । |
কম পক্ষে ১ মাস
|
রেজিষ্ট্রেশন ফি ১০০০/= টাকা, নবায়ন ফি ৩০০/= টাকা । |
সংশিস্নষ্ট স্বেচ্ছাসেবী মহিলা সমিতির নীতিমালার আলোকে । |
ঐ |
|
০৩ ।
|
ভিজিডি কার্যক্রম
|
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এবং নির্ধারিত এনজিও অন্বেষন ।
|
সরকারী আদেশের প্রেক্ষিতে ইউনিয়ন সমুহ হতে ইউনিয়ন কমিটির মাধ্যমে ২ বছরের জন্য উপকারভোগী নির্বাচন করা হয় এবং ২বছর ব্যপী ৩০কেজি হারে (মাথাপিছু)গম/চাউল খাদ্য সহায়তা ও নির্ধারিত এজিও কর্তক সচেতনতা মূলক প্রশিক্ষন প্রদান করা হয় ও উপকারভোগীদের নিকট হতে মাসিক ৪০/=টাকা হারে সঞ্চয় সংগ্রহ করে ২ বছর শেষে মুনাফা সহ ফেরত দেয়া হয় বর্তমানে ভাতাভোগীর সংখ্যা ৯০০ জন ২০১০-২০১১ চক্র । |
সরকারী আদেশ প্রাপ্তির পর ২ মাস ।
|
-
|
সংশিস্নষ্ট নীতি মালার শর্ত সাপেক্ষে ।
|
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার নিকট অভিযোগ ।
|
|
০৪ । |
দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা |
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও দায়িত্ব প্রাপ্ত এনজিও অন্বেষন |
সদর কার্যালয় হতে নির্দেশনা পাবার পর ইউনিয়ন সমুহকে অবহিত করব, ইউনিয়ন কমিটি হতে নীতিমালা মোতাবেক মাতৃত্বকাল ভাতাভোগীদের প্রাথমিক তালিকা প্রাপ্তীর পর উপজেলা কমিটির মাধ্যমে চুড়ামত্ম করা হয়। ও মাসিক ৩৫০/= টাকা হারে মাথা পিছু মাতৃত্বকাল ভাতা প্রদান করা হয় । বর্তমানে ভাতাভোগীর সংখ্যা ২৮০ জন । |
নির্দেশনা প্রাপ্তির পর কম পক্ষে ১ মাস । |
- |
সংশিস্নষ্ট নীতিমালা অনুযায়ী |
ঐ
|
|
০৫ । |
নির্যাতিত নারী ও শিশুদের আইন গত সহায়তা প্রদান |
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা |
নির্যাতিত নারী বা শিশু অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির মাধ্যমে দু’পক্ষের শুনানী গ্রহন ও আপোষ মিমাংসা করা এবং প্রয়োজনে অভিযোগ আদালতে প্রেরন করা হয়।উপজেলা নারীও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির মাধ্যমে কার্যক্রম পরিচলিত হয়। |
অভিযোগ প্রাপ্তির পর ৭ দিন । |
- |
উপজেলা নির্বাহি কর্মকর্তা মহেদয়ের সভাপতিত্বে শুনানী গ্রহণ করা হয় । প্রয়োজনীয় ক্ষেত্রে আইন প্রয়োগ করা হয় । |
জেলা প্রশাসক ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বরাবর অভিযোগ প্রেরন । |
|
০৬ ।
০৭ । |
যৌতুক,বাল্যবিবাহ,ইভটিজিং,পারিবারিক সহিংসতা,নারী ও শিশু পাচাররোধ,জেন্ডার,এইচ আইভি/এইড্স কন্যা শিশুর প্রতি অবহেলা রোধ সহ বিভিন্ন সামাজিক সচেতনতা মূলক উঠান বৈঠক ও সমাবেশ ।
উইড কমিটি সহ বিভিন্ন কমিটির মাধ্যমে সরকারী ও বেসরকারী বিভিন্ন দপ্তরের সাথে বিভাগীয় কার্যক্রমের সমন্বয় সাধন ।যেমনঃ নারী উন্নয়ন সমন্বয় কমিটি ,নারী ও শিশু পাচার রোধে মোটিভেশনাল কমিটি,শিশু অধিকার পরিবীÿণ কমিটি,দুস্থ মহিলা ও শিশু সাহায্য তহবিল কমিটি। |
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা |
ইউনিয়ন পর্যায়ের ভিজিডি উপকারভোগী , মাতৃত্বকাল ভাতাভোগী সহ বিভিন্ন পেশার লোকজন নিয়ে সামাজিক সচেতনতা মূলক কর্মমূচী যেমন , উঠানবৈঠক ও সমাবেশের মাধ্যমে তাদেরকে সচেতন করা হয় ।
মাসিক ,দ্বিমাসিক ও ত্রৈমাসিক সভার মাধ্যমে বিভিন্ন বিভাগ নারী উন্নয়নে কি ধরনের কাজ করছে বা নারী উন্নয়নে কতটুকু সহযোগীতা প্রদান করছে ।জেন্ডার ব্যালেন্স হয়েছে কিনা তা বিভাগীয় কার্যক্রমের সাথে সম্পৃক্ত করা ও উর্দ্ধতন কতৃপÿকে অবহিত করন ও স্থানীয় পর্যায়ে সমস্যা সমাধান করার ব্যবস্থাগ্রহণ করা হয় । |
চলমান
চলমান |
-
- |
উক্ত বিষয় মর্ম্পকিত আইন কানুন সর্ম্পকে জনগনকে অবহিত করা হয় ।
- |
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার নিকট অভিযোগ ।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার নিকট অভিযোগ প্রেরন
|
|