Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ,শ্রীনগর, মুন্সিগঞ্জ ।বাংলাদেশে মোট জন‡গাষ্ঠীরপ্রায় অর্ধেক জনগোষ্ঠী নারী। কিন্তু এদেশের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সকল ক্ষেত্রে নারীর অবস্থান পুরুষের তুলনায় পিছিয়ে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে  নারী পুরুষের সমানাধিকার নিশ্চিত করা হয়েছে। তাই নারী উন্নয়ন অগ্রাধিকার ক্ষেত্র বলে বিবেচিত।

 

১৯৭১ সনের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জন বাংলাদেশের নারী সমাজে নব চেতনার সৃষ্টি করে।স্বাধীনতা সংগ্রামে নির্যাতিত নারীদের পুর্নবাসনের লক্ষ্যে ১৯৭২ সনে বাংলাদেশে নারী পুর্নবাসন বোর্ড গঠিত হয়। ১৯৭৪ সনে এই বোর্ডকে বাংলাদেশ নারী পুর্নবাসন ও কল্যান ফাউন্ডেশনে রুপান্তরিত করা হয়। ১৯৭৬ সালে বাংলাদেশে জাতীয় মহিলা সংস্থা এবংরাষ্ট্রপতির সচিবালয়ে মহিলা বিভাগ সৃষ্টির মধ্য দিয়ে  এদেশের নারী অধিকার সংরক্ষন ও ক্ষমতায়নের চিন্তাচেতনার উন্মেষ ঘটে।১৯৭৮ সনে নারী উন্নয়নের  লক্ষ্যে রাষ্ট্রী্য় পর্যায়ে নীতি নির্ধারণ,পরিকল্পনা প্রণয়ন,কৌশল নির্ধারণ এবংকার্যক্রম বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠা করা হয় মহিলা বিষয়ক মন্ত্রনালয় । পরবর্তীতে ৬ই জুন ১৯৮৪ তারিখে এক সরকারী আদেশবলে বাংলাদেশে নারী পুর্নবাসন ও কল্যান ফাউন্ডেশন,মহিলা বিষয়ক কোষ এবংজাতীয় মহিলা প্রশিক্ষণ ও উন্নয়ন একাডেমী-এই তিনটি প্রতিষ্ঠানকে একীভূত করে মহিলা বিষয়ক পরিদপ্তর গঠন করা হয়। সময়ের অগ্রসরতার সাথে সাথে মহিলা উন্নয়ন কার্যক্রমে যুক্ত হয় নতুন নতুন কর্মসুচী, আসে গতিময়তা। এই কর্মসূচীকে আরো সুসংগঠিত ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে ১৯৯০ সনে মহিলা বিষয়ক পরিদপ্তর কে অধিদপ্তরে উন্নীত করা হয়।

 

নারীর বিরুদ্ধে সকল প্রকার বৈষম্য দূরীকরন সনদ (সিডো),বেইজিং প্লাটফরমফর অ্যাকশন (পি এফ এ) সহ অন্যান্য আর্ন্তজাতিকও আঞ্চলিকসনদ ও অঙ্গীকারের ভিত্তিতে সরকার জাতীয় নারী উন্নয়ন নীতি প্রনয়ন ও নারী উন্নয়নে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নকরছে। মহিলা ও শিশু বিষয়কমন্ত্র&ªনালয় লিড মিনিষ্ট্রি্ হিসাবে নারী উন্নয়ন ও সমতায়নের লক্ষ্যে গৃহীত পদক্ষেপসমূহ বাস্তবায়ন ও তদারকির দায়িত্ব পালন করছে। এরই ফলশ্রুতিতে কার্যক্রমসমূহ মাঠ পর্যায়ে বাস্তবায়িতহচ্ছে মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতাধীন ৬৪টি জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও ৪৮৩টি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে।

 

           কার্যক্রম শুরু ১৮/০৯/২০০১

           দপ্তর প্রধান: উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ।

           অফিসের কার্যক্রমঃ      

                      ১ । ক্ষুদ্র ঋণ কার্যক্রম

                      ২ । স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন  সমুহ  পরিচালনা       

                      ৩ । দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল  ভাতা  কার্যক্রম

                      ৪ । ভিজিডি কার্যক্রম

                      ৫ । নির্যাতিত নারী ও শিশুদের আইনগত সহায়তা প্রদান

                      ৬ । সরকারী বিভিন্ন দপ্তরের  সাথে বিভাগীয় কার্যক্রমের  সমন্বয় সাধন

                      ৭ ।যৌতুক ,বাল্যবিবাহ,ইভটিজিং , পারিবারিক সহিংসতা ,জেন্ডার, এইচ আইভি এইডস সহ বিভিন্ন সামাজিক সচেতনতা  

                          মূলক কার্যক্রমে উঠান  বৈঠক সহ সমাবেশ করা